আজ জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে সংসদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১৬২০৭টি পদ শুন্য রয়েছে ।[ad id=”28167″]
মন্ত্রী জানান, জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৮ হাজার ২৫৫টি। আর পুরনো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৭ হাজার ৯৫২ টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
প্রধান শিক্ষক পদটি ইতোমধ্যে ২য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের লক্ষ্যে পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান মন্ত্রী।
সরকারি দলের নূরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, নব জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে চাহিদার ভিত্তিতে নতুন ভবন বা শ্রেণীকক্ষ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এ লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।