[english_date]

প্রশ্নফাঁস-জালিয়াতির সুযোগ নেই: ঢাবি উপাচার্য

অতীতের সব জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের ফলে এবার প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

 

শনিবার ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল থেকেই ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর স্রোতের ঢেউ পেরিয়ে নির্ধারিত সময়ের আগেই লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন ভর্তিচ্ছুরা।

এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এ ইউনিটে পরীক্ষায় অবতীর্ণ হন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন। প্রতি আসনের জন্য লড়ছেন ৪২ জন।

কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে উপাচার্য জানান, অতীতের সব জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের ফলে এবার প্রশ্নফাঁস বা ডিজিটাল জালিয়াতির কোনো সুযোগ নেই।

ঢাকার বাইরেও সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। আগামী ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ