তদন্তে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এ নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’শিক্ষার্থীদের কাছে কোনো তথ্য থাকলে তা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেয়ার আহ্বান জানান তিনি।
এ দিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে এ ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে অভিভাবক প্রতিনিধি আশরাফ কামাল এই কমিশনকে ‘তদন্ত কমিশন আইন ১৯৫৬’-এর আওতায় গঠনের দাবি জানান।
আশরাফ কামাল বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একজন এমপির মাধ্যমে তাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছেন। ফোরামের পক্ষ থেকে বৈঠকে সাংবাদিকদের উপস্থিতি ও উন্মুক্ত আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। ওই বৈঠকের জন্য আন্দোলনকারীরা আগামী সোমবারের কথা বললেও মন্ত্রী কিছুই জানাননি।
সাংবাদিকরা এমপির নাম ও আলোচনায় বসার স্থান সম্পর্কে জানতে চাইলে তিনি আপাতত তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশই মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ছিলেন না এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি।
ছাত্র-অভিভাবক ফোরামের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, তিনি এ ধরনের আলোচনার কোনো প্রস্তাব দেননি। মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলে দিয়েছেন। তাই নতুন করে এ বিষয়ে তার সঙ্গে আলোচনার কিছু নেই। সংশ্লিষ্টদের কোনো অভিযোগ থাকলে তারা তা স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছে দিতে পারে।