[english_date]

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

তদন্তে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এ নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’শিক্ষার্থীদের কাছে কোনো তথ্য থাকলে তা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেয়ার আহ্বান জানান তিনি।

এ দিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে এ ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে অভিভাবক প্রতিনিধি আশরাফ কামাল এই কমিশনকে ‘তদন্ত কমিশন আইন ১৯৫৬’-এর আওতায় গঠনের দাবি জানান।

আশরাফ কামাল বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একজন এমপির মাধ্যমে তাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছেন। ফোরামের পক্ষ থেকে বৈঠকে সাংবাদিকদের উপস্থিতি ও উন্মুক্ত আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। ওই বৈঠকের জন্য আন্দোলনকারীরা আগামী সোমবারের কথা বললেও মন্ত্রী কিছুই জানাননি।

সাংবাদিকরা এমপির নাম ও আলোচনায় বসার স্থান সম্পর্কে জানতে চাইলে তিনি আপাতত তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশই মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ছিলেন না এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি।

ছাত্র-অভিভাবক ফোরামের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, তিনি এ ধরনের আলোচনার কোনো প্রস্তাব দেননি। মেডিক্যালের ভর্তি পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন করে সবকিছু বলে দিয়েছেন। তাই নতুন করে এ বিষয়ে তার সঙ্গে আলোচনার কিছু নেই। সংশ্লিষ্টদের কোনো অভিযোগ থাকলে তারা তা স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছে দিতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ