১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“প্রযোজকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নয়”

রূপালি পর্দার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অভিনয় করে যাচ্ছেন। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার অভিষেক হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তিনি বলেন, নায়ক থেকে শুরু করে প্রযোজক সবার সঙ্গে ভাল সম্পর্ক কিংবা বলতে পারেন সুসম্পর্ক রাখতে হয়। তবে প্রযোজকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নয়, সাধারণ সম্পর্ক রাখা উচিত। কারণ যখন একটি টিমের সঙ্গে একাত্বা হয়ে কাজ করব। তখন ভাল একটি কাজ হবে। এমনটাই আমার বিশ্বাস। এক্ষেত্রে একটি শুটিং স্পটের টি-বয়ের সঙ্গেও ভাল সম্পর্ক থাকা দরকার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ