
তুরস্ক সন্ত্রাসীদের সহায়তা করছে এমনটাই দাবি করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সহ-প্রতিষ্ঠাতা মুরাত কারায়িলান । তিনি আরও বলেন, এ বিষয়ে তাদের হাতে উপযুক্ত প্রমাণ রয়েছে। তিনি বলেন, সৌদি আরব, কাতারের মতো তুরস্কও জিহাদিদের সহায়তা করছে।
তারা সশস্ত্র সালাফি গোষ্ঠী যারা তাদের সমস্ত কর্মকাণ্ড শরিয়াহ ভিত্তিতে করতে চায়।চলমান সিরিয়া যুদ্ধে তুরস্ক রবিবার উত্তর সিরিয়ায় অবস্থানরত কুর্দিদের ওপর হামলা চালায়।
কারালিয়ান দাবি করেন, তুরস্ক নুসরা ফ্রন্ট এবং আইএসকে শুরু থেকেই তুরস্ক সহায়তা করে আসছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৬১