[english_date]

প্রবাসীদের সঞ্চয়ী হতে বললেন কুয়েতের রাষ্ট্রদূত

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করে প্রবাসীদের সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান।

দেশের মাটিতে ভাগ্যের চাকা ঘোরাতে ব্যর্থ হয়ে অনেকেই বিদেশে পাড়ি জমান। প্রবাস জীবনে প্রথম কয়েক বছর কাটে ঋণ পরিশোধ করতে। সংসারের খরচ, সন্তানের লেখাপড়ারসহ নানা খরচ যোগাতে মাথার ঘাম পায়ে ফেরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন প্রবাসীরা। একটা সময় ফুরিয়ে আসে সঞ্চয়।

প্রবাসীদের সঞ্চয় বাড়াতে বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড। বিদেশের মাটিতে সঞ্চয় করা অর্থ অলস ফেলে না রেখে তাই এ বন্ড ক্রয় করার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

সময় সংবাদকে রাষ্ট্রদূত বলেন, বন্ড প্রবাসীদের জন্য একটি ব্যক্তিগত সঞ্চয়, এ সঞ্চয়ের মাধ্যমে প্রবাসীরা আর্থিক লাভবান হতে পারেন।

প্রবাসীরা জানান, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মুনাফা বেশি হলেও এটি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকেই এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বন্ড সম্পর্কে আরও বেশি প্রচারণা প্রয়োজন বলে জানান তারা।

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে সোনালী ব্যাংক প্রতিনিধি মো. লুৎফুর রহমান জানান, একজন বৈধ প্রবাসী ২৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত এ বন্ড কিনতে পারবেন। এতে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

একজন বৈধ প্রবাসী চাইলেই কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহজেই এ বন্ড কিনতে পারবেন বলে জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ