প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালে ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।
সোমবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ দায়িত্ব প্রদান করেন। সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হযেছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন আজ ৮ জুন হতে ১১ জুন পর্যন্ত অথবা প্রধান বিচারপতির যাত্রার সময় হতে কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৯১