প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৫তম জন্মদিনের আগের রাতেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাইনা নেহওয়াল৷ বিশ্বের এক নম্বর শাটলার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে, ব়্যাকেট দিয়ে খেলে রুপো পেয়েছিলেন সেটাই মোদীকে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেন সাইনা৷
মোদীর সঙ্গে প্রায় ৩০ মিনিটের সাক্ষাতে অভিভূত সাইনা৷ তিনি বলছেন,‘ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হতবাক৷ উনি শুধু আমার খেলা নয়, আমার পরিবারের সম্বন্ধেও অনেক কিছুই জানেন৷ প্রথম দেখাতেই এতটা আপন করে নিয়েছিলেন যেন মনে হচ্ছিল পরিবারের কোনও সদস্যর সঙ্গেই সাক্ষাৎ করলাম৷ ওনাকে আমি রিও অলিম্পিকে আসারও আমন্ত্রন জানিয়েছি৷ আমার সঙ্গে ওনার কমনওয়েলথ, এশিয়ান গেমস ও অলিম্পিকস নিয়েও কথা হয়েছে৷ সত্যি বলতে উনি খেলাটা দারুণ বোঝেন এবং দেশের ক্রীড়াপ্রেমীদের সম্বন্ধেও প্রধানমন্ত্রী যথেষ্ঠ ওয়াকিবহল৷ উনি আমাকে বললেন যে, দেশের বাইরে আমার জনপ্রিয়তা রয়েছে৷ আমি ওনাকে বললাম এ সবই সম্ভব হয়েছে আপনার বিদেশ সফরের জন্য৷’