বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতা যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। সত্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা আসামি হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি এ বক্তব্যের নিন্দা জানান।
নারী দিবস উপলক্ষে তিনি বলেন, ‘সারাবিশ্বে নারী দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়। অথচ বাংলাদেশে কোন কর্মসূচি পালন করতে দেয়া হয় না। কারণ বাংলাদেশে কোন গণতন্ত্র নেই।’
গত একবছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে এমন দাবি করে তিনি বলেছেন, ‘এই নির্যাতনের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারীরা সব সময়ই থেকেছে অবহেলিত।
‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ঐতিহাসিক পংক্তিটির যথার্থতা অনুধাবন করে নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগের ফলেই নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারণেই নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছে।
এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। আন্তর্জাতিক নারী দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী, সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।’
আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীরা একজোট হয়ে কাজ করবে নারী দিবসে এমন প্রত্যাশার কথাও জানান ফখরুল।
এদিকে নারী দিবস উপলক্ষে র্যালিতে নারীদের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন শ্লোগান ও সরকার বিরোধী শ্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন মহিলা দলের নেত্রীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নূরে আর সাফা।
পরে মহিলা দলের একটি র্যালি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।