শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, ধর্ম নিরেপেক্ষ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে যতদিন এই রাষ্ট্র পরিচালিত হবে ততদিন এ দেশের সকল সম্প্রদায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি সমান নাগরিক অধিকার ভোগ করবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর আগ্রাবাদ কনভেনশন সেন্টারে শেখ হাসিনার জন্মদিন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে ৫০০ জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘শারদীয় উৎসব এই বছর ঈদ—এ—মিলাদুন্নবী মাসে হতে যাচ্ছে। এই উৎসব মুখর মাসে উৎসব মুখর পরিবেশে যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সাথে আমরা উৎসব পালন করবো। সবাই সর্বক্ষেত্র শরিক হব।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃরূপে যে রহমত আমাদের জন্য বয়ে এনেছেন সৃষ্টিকর্তার বিশেষ আনুগত্য না থাকলে ১৫ আগষ্ট তিনি রক্ষা পেতেন না। তিনি রক্ষা পেয়েছেন বলেই বাংলাদেশেকে তিনি রক্ষা করেছেন মানবতার মা হিসেবে আমাদের অঁাকড়ে ধরেছেন, তাই আমাদের উচিত তার নিরাপত্তা জন্য সুস্থতা জন্য দোয়া প্রার্থনা করায় আমাদের দায়িত্ব।’
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ—সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।