ইউএস ওপেনে প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে যথেষ্ট বেগ পেতে হল অ্যান্ডি মারেকে৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ২০ বছরের কিক কাইগ্রিয়সকে চার সেটের (৭-৫,৬-৩,৪-৬,৬-১) লড়াইয়ে হারান তৃতীয় বাছাই মারে৷
অজি তরুণের শাক্তিশালী সার্ভের কাছে কখনও কখনও হার মানতে হয় ব্রিটেনের তারকাকে৷ চতুর্থ সেটে সহজ জয় পেলেও প্রথম সেটে তৃতীয় বাছাই মারেকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কাইগ্রিয়স৷ শুধু তাই নয় তৃতীয় সেট জিতে ২০১২-র চ্যাম্পিয়নকে অস্বস্তিতে ফেলে দেন৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছন মারে৷ পরের রাউন্ডে মারের প্রতিপক্ষ ফরাসি বাঁ-হাতি আদ্রিয়ান ম্যানারিনো৷
পোস্টটি যতজন পড়েছেন : 528