হার দিয়ে বিপিএলের নবম আসর শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায়। প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে খুলনা।
ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারে চট্টগ্রাম। স্ট্রাইকার্স বোালারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে আফিফ হোসেন ২৫ ও আল-আমিন ১৮ রান করেন।
এরপর সিলেটের ব্যাটারদের উপরও চাপ সৃষ্টি করতে পারেনি চট্টগ্রামের বোলাররাও। চট্টগ্রামের ৯০ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৭৫ বল খরচ করে সিলেট। সিলেটের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন চট্টগ্রামের মৃত্যুঞ্জয় চৌধুরি ও মালিন্দা পুষ্পকুমারা।
চট্টগ্রামের মত নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে খুলনার ব্যাটাররাও। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি খুলনার ব্যাটররা। তবে চট্টগ্রামের মত শতরানের নিচে দলীয় স্কোর আটকে যায়নি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান করে খুলনা। অধিনায়ক ইয়াসির আলি ২৪, মোহাম্মদ সাইফুদ্দিন ১৯ ও পাকিস্তানের আজম খান ১৮ রান করেন।]’
লো স্কোরিং ম্যাচে খুলনার ১১৪ রানের টার্গেটে পৌঁছাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকাকে। শেষ ওভারে ম্যাচ হারলেও জয়ের কোন সম্ভাবনাই তৈরি করতে পারেনি খুলনার বোলাররা। ৬ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে খুলনা।
প্রথম জয়ের স্বাদ পেতে হলে নিজদের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে হবে চট্টগ্রাম ও খুলনার ব্যাটারদের। পাশাপাশি বোলারদের দিকেও তাকিয়ে থাকবে দুই দল। খুলনার বিপক্ষে জয় নিয়ে ঢাকা পর্ব শেষ করার লক্ষ্য চট্টগ্রামের। বিপিএলের দ্বিতীয় পর্ব চট্টগ্রামের মাটিতে। জয়ের মধ্যে থেকেই নিজেদের মাঠে দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া চট্টগ্রাম।