বৃহত্তম যাত্রীবাহী বিমানগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে প্রথমবারের মতো বড় আকারের যাত্রীবাহী বিমান তৈরি করলো চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না-কোমাক।
দেশেই ‘সি নাইন ওয়ান নাইন’ মডেলের যাত্রীবাহী বিমান তৈরিতে খরচ হয়েছে কয়েকশ’ কোটি ডলার। সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ইঞ্জিন সংবলিত বৃহত্তম এ বিমানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি অন্তত ৪ হাজার কর্মকর্তা।
চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করতেই এ উদ্যোগে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। উদ্বোধনের পরপরই অন্তত ৫শ’ ১৭টি বিমানের অর্ডার পেয়েছে কোমাক।
তবে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো হলেও যাত্রীবাহী বিমানের জন্য দেশটি বোয়িং এবং এয়ারবাসের মতো বিমান নির্মাতা প্রতিষ্ঠানের ওপরই নির্ভরশীল। এ নির্ভরতা এখন কমে আসবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের