১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সারাদেশের ন্যায় খাগড়াছড়িরতেও ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউছুপ পাটওয়ারী (খাগড়াছড়ি প্রতিনিধি)

আর্থনিউজ২৪,খাগড়াছড়ি: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে। গুইমারা উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সকালে সেনাবাহিনী পরিচালিত শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন কমান্ডার মেজর মাহফুজুর রহমান চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়–য়ার সভাপতিত্বে প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা শিল্পকলার সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, শহীদ লেঃ মুশফিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম শেখ।

এবার গুইমারা উপজেলার মোট ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র/ছাত্রী (নাচ, গান, অভিনয় ও আবৃতি)র ১১টি বিভাগে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি, এম. সাইফুর রহমান।

প্রতিযোগিতায় বিজয়ীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। মূলত ঃ প্রত্যন্ত এলাকা থেকে ক্ষুদে মেধাবীদের খুজে বের করাই এ প্রতিযোগিতার লক্ষ্য উদ্দেশ্য।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ