সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া হাইস্কুল সংলগ্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দুর্বৃত্তরা আবারো তিনটি দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাবুলিয়া হাইস্কুল সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ মণ্ডল ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র ঘোষ জানান, শুক্রবার রাতে আশাশুনির প্রতিমা শিল্পী সঞ্জয় কুমার মণ্ডল দুর্গা পূজার সকল প্রতিমার রঙ টানার কাজ শেষ করে চলে যান। এরপর প্রতিমা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হয়। রাতে মণ্ডপের পাহারার দায়িত্বে ছিলেন পূজা কমিটির সদস্য অমল পাল, গোপাল কর্মকার, সুমন ঘোষ, গোবিন্দ ঘোষ ও মুকুন্দ আমিন। রোববার ভোর রাত সাড়ে তিনটার দিকে তারা প্রাতঃকর্ম সারার জন্য মণ্ডপ ছেড়ে বাড়ি যায়। এরপর দূর্বৃত্তরা এসে তিনটি প্রতিমার বিভিন্ন স্থানে ভাংচুর করে।
বিষয়টি তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন। খবর পেয়ে সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ও উপপরিদর্শক নাহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল জানান, পরিকল্পিতভাবে এ প্রতিমা ভাঙচুর করা হচ্ছে।
এর আগে, গত ৬ অক্টোবর আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকর পাড়া সার্বজনীন দুর্গা মন্ডপেও ৫টি প্রতিমা ভাঙচুর করে দূর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন। তিনিও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।[review]
