ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),
আর্থনিউজ২৪: মাটিরাঙ্গায় ১৪ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার শিশুটি উপজেলার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার মো: সিরাজুল হক‘র মেয়ে।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় মাটিরাঙ্গা থানার এসআই মোহাম্মদ ইসমাইল হোসেন ধর্ষক আব্দুল জলিলকে (২৭) আটক করেছে। সে একই এলাকার মো: আবুল হোসেন‘র ছেলে। ধর্ষিত শিশুটিকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটো আর্থনিউজ২৪কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিত শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে বাসায় ফেরার পর শিশুটির মা-বাবা ও এলাকাবাসী ঘটনা জানতে চাইলে শিশুটি আকারে-ইঙ্গিতে আব্দুল জলিলকে দেখালে এলাকাবাসী তাকে আটকে করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান তিনি।
এ ঘটনায় ধর্ষিত শিশুর বাবা মো: সিরাজুল হক বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় নারী নির্যাতন আইনের ৯(১) ধারা মতে ধর্ষক আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মাটিরাঙ্গা থানার মামলা নং-১০।