প্রতিদ্বন্দ্বীর বাড়িতে হামলার ঘটনায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী গ্রেপ্তার। বুধবার রাতে আওয়ামী লীগ দলীয় প্রতিদ্বন্দ্বী নবনির্বাচিত মেয়র খান হাবিবুর রহমানের নাগেরবাজারের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিদ্রোহী মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপনকে (৪০) গ্রেপ্তার করে। বুধবার মধ্য রাতে শহরের পূর্ব বাসাবাটি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলীয় প্রার্থীর বির’দ্ধে মেয়র পদে অংশ নিয়ে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি থেকে বহিষ্কৃত হন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘বাগেরহাট পৌরসভার নির্বাচন শেষে ফলাফল গণনা চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিনা হাসিবুল হাসান মিপন পরাজয় বুঝতে পেরে প্রতিদ্বন্দ্বী বিজয়ী আওয়ামী লীগ দলীয় প্রার্থী খান হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালান। মেয়র প্রার্থীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
























