ক্যানসারে আক্রান্ত হওয়ার ভুয়ো দাবি করে অর্থ সংগ্রহের অভিযোগে প্রাক্তন এক বিউটি ক্যুইনকে গ্রেফতার করল মার্কিন পুলিশ৷ প্রতারণার অভিযোগে ২৩ বছর বয়সী মিস পেনসিলভানিয়া ইউএস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডি লি ওয়েভারকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর খেতাব কেড়ে নেওয়া হবে বলেও জানা গিয়েছে৷
নিজেকে ক্যানসার আক্রান্ত হিসেবে দেখাতে মস্তকমুণ্ডনও করে ফেলেন ওয়েভার-গেটস৷ এমনকী তিনি তাঁর পরিবারের লোকজনকেও ঠকিয়েছেন বলে জানা গিয়েছে৷ সুন্দরী প্রতিযোগিতার স্পনসর সংস্থা বাটলারস বিউটিজও জানিয়েছে, তাদেরকেও বলা হয়েছিল যে, ওয়েভার-গেটস কঠিন রোগে আক্রান্ত।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৬৬