৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যারিসের বহুতল ভবনে আগুন লেগে মৃত ৮

বড়সড় আগুন লাগল উত্তর প্যারিসের এক বহুতলে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে দুজন শিশু। আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। বুধবার সকালে আগুন লাগে উত্তর প্যারিসের ওই বহুতলে।

স্থানীয় সূত্রে খবর, টানা তিনঘণ্টার চেষ্টায় দমকলের ১০০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার পরেই ভয়ে বহু মানুষ জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়েছেন। ঘটনাস্থলেই বেশ কয়েকজন মানুষের মৃত্যু হওয়ার পরে বাকিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

 স্থানীয় মন্ত্রিসভার মুখপাত্র পেরিয়ার হেনরি ব্রান্ডিথ বলেছেন, “আমরা অনেক চেষ্টা করেও বহু মানুষকে বাঁচাতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ