কোপা চ্যাম্পিয়ন হওয়ার পরে ফর্ম ধরে রেখেছে চিলি ৷প্রদর্শনী ম্যাচ হলেও প্যারাগুয়েকে সহজভাবে নেয়নি তারা৷ সিরিয়াস ফুটবল খেলে প্যারাগুয়েকে ৩-২ গোলে হারিয়ে দিল চিলি৷ম্যাচটি প্রদর্শনী হলেও তাপ-উত্তাপে ভরে উঠেছিল ৷ প্যারাগুয়ে দু’গোল দিয়েছে ৷
বিরতির সময় এক গোলে এগিয়ে ছিল চিলি৷ ম্যচের আট মিনিটে ফিলিপে গুটিরেজের গোলে এগিয়ে যায় চিলি৷ কিন্তু বিরতির পরে পরপর দু’গোল দেয় প্যারাগুয়ে ৷ এক গোলে পিছিয়ে পড়ার পরে ম্যাচে ফেরার চেষ্টা করে কোপা চ্যাম্পিয়ন চিলি ৷ ৬৪ মিনিটে ফের গুটিরেজ গোল করে দলকে সমতায় ফেরান ৷ এরপর ম্যাচের রাশ নিজেদের দিকে তুলে নেয় চিলি ৷ ৮২ মিনিটে স্যাঞ্চেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন৷শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচটি জেতে চিলি ৷
পোস্টটি যতজন পড়েছেন : 131