গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়রের পুত্র আশিকুর রহমানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ আট জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ পৌর অফিসের সামন কমিউনিটি সেন্টারের পেছন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে পৌর মেয়র আতাউর রহমানের পুত্র আশিকুর রহমান বাড়ি থেকে নিখোজ হয়।
শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ পৌর অফিসের সামনে কমিউনিটি সেন্টারের পেছনে একটি জমিতে বস্তাবন্দি লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহরিয়ার কবির, সুজন সরকার, রফিকুল ইসলাম, জাকিরুল ইসলাম, শিমুল মিয়া, রাবেয়া বেগম, রুনি বেগমসহ পুলিশ আট জনকে আটক করেছে।
নিহতের পিতা পৌর মেয়র আতাউর রহমান জানান, আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার ছেলেকে হত্যা করেছে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা শুকবার সকাল নয়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার অন্তত ৩০টি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।