স্থানীয় সরকার নির্বাচনে শুধু চেয়াম্যান ও মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার বিধান রেখে এ-সংক্রান্ত বিলে সুপারিশ করেছে স্থানীয় সরকারসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
এর আগে পৌরসভায় শুধু মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন করার বিধান রেখে সংসদে একটি বিল উত্থাপিত হয়। এখন সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদে মেয়র ও চেয়ারম্যান পদ শুধু দলভিত্তিতে নির্বাচন করার বিষয়ে সুপারিশ করেছে কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সুপারিশ করা হয়। পৌরসভা আইন সংশোধনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০১৫, যাচাই বাছাই করে চূড়ান্ত করা হয় বৈঠকে । কমিটি মন্ত্রণালয়কে জেলা পরিষদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি এ বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সংশোধিত বিলের প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, ‘জেলা পরিষদ আইন আপাতত পাসের জন্য উত্থাপন না করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরে আলোচনা হবে।’
পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন নিয়ে আলোচনা হয়েছে। কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলেছে, শুধু চেয়ারম্যান ও মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হবে। সিটি করপোরেশনের কাউন্সিলর, উপজেলা ও ইউপির ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হবে নির্দলীয়।
কমিটির একজন সদস্য জানান, একই পরিষদে দুই ধরনের আইন হতে পারে না। এ নিয়ে পরে আদালতে মামলা হলে পুরো নির্বাচনই আটকে যাবে। কিন্তু আইনমন্ত্রী বলেছেন, এ নিয়ে কোনো আইনি জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা নেই।
বৈঠক সূত্র জানায়, জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে এলাকার সাংসদের দ্বন্দ্বের আশঙ্কা থেকে কমিটি জেলা পরিষদের প্রতিবেদন না তোলার সুপারিশ করে। ১১ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রী ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ আইন সংশোধনের জন্য সংসদে বিল উত্থাপন করেন। রোববার পৌরসভা সংশোধন আইন উত্থাপন করা হয়।