[english_date]

পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে

পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি পৌর নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দ্রুত সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

আজ সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খালেদা জিয়া। আগামী বুধবার ২৩৩টি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া এই সংবাদ সম্মেলনের ডাক দেন।

সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করছে বলে অভিযোগ করলেও বিএনপি নেত্রী জানান, তার দল শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে।

খালেদা জিয়া দাবি করেন, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। বিএনপি জঙ্গিবাদ নির্মূল করে বলেও দাবি সাবেক এই প্রধানমন্ত্রীর।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়। 

২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশোয়ারি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ