৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পোশাকের জন্য দিলবার-এ নাচতে রাজি ছিলেন না নোরা

নোরা ফাতেহি মানেই ‘দিলবার’। আরও একটি গান আছে ‘কামারিয়া’। এই দুটি আইটেম সংয়ের জন্যই বলিউডে পরিচিতি পান নোরা ফাতেহি। তবে এই দুটোর জন্যই এক টাকাও পাননি নোরা। তবে তাঁর কথায়, পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজস্ব। কারণ তিনি সেসময় উপার্জনের থেকে বেশি পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন।
‘সত্যমেব জয়তে’ ছবির গান দিলবারের জন্য রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় তাকে। অভিনেত্রীর নাচে কুপোকাত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা। তাঁকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল।
এক সাক্ষাৎকারে নোরা জানান, পোশাকের মাপ দেখে অবাক হয়ে যান নোরা। অভিনেত্রীর কথায়, ‘আমাকে পোশাকটা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। এটা খুবই ছোট ও চাপা ছিল। বলেই দিয়েছিলাম, আমি এই কাজটা করতে পারব না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।’
গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয়।
নোরা বলেন, ‘এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা।’
গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি। পারিশ্রমিক না নেওয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন, ‘অর্থ উপার্জন করার সময় এখন নয়। নিজেকে প্রমাণ করাই এখন আমার লক্ষ্য। খ্যাতি অর্জন করতে হবে। পরিচিতি পেতে হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ