৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নাকচ

খুব শিগগিরই পেসার মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন, ‘পুনরায় ফিরতে ২৩ বছর বয়সী এ খেলোয়াড়কে এখনো বহু পথ পাড়ি দিতে হবে। ক্রিকেটে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে আমির এখনো বেশি খেলেনি। জাতীয় দলের ফেরানোর আগে নির্বাচকরা তাকে যথাযথভাবে পর্যবেক্ষণটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।’

প্রধান নির্বাচক বলেন, ‘এখনই আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর বিষয়টি চিন্তা করা বেশি আগাম হয়ে যায়। নির্বাচকরা তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করার আগে আমিরকে আরও অনেক বেশি প্রথম শ্রেণি ও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।’

টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদির পারফরমেন্সে পিসিবি সন্তুষ্ট নয়- গুজবের ব্যাপারে হারুন বলেন, ‘দেশের তারকা এ অলরাউন্ডারের প্রতি নির্বাচকদের পূর্ণ আস্থা রয়েছে।’

জিম্বাবুয়ে সফরে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। সিরিজের দুই ম্যাচেই ২ রান করে করেছেন আফ্রিদি। প্রথম টি-২০তে তিন ওভার বোলিং করে ২৩ রান দিয়েও উইকেট শূন্য থাকার পর দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৪ ওভারে ২৬ রান দিয়েও কোন ব্যাটসম্যানকে আউট করতে পারেননি আফ্রিদি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আফ্রিদি ফর্ম নিয়ে চিন্তিত পিসিবি এবং দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস। ভারতে অনুষ্ঠিতব্য আগামী টি-২০ বিশ্বকাপের আগেই অধিনায়ককে ছন্দে ফিরতে দেখতে চান তারা। এ ধরনের খবরকে উড়িয়ে দিয়ে হারুন বলেন, ‘পিসিবি বা কোচ কেউই আফ্রিদির ফর্ম নিয়ে চিন্তিত নয়। আফ্রিদির ফর্ম নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তার বদলে বোর্ড এই মুহূর্তে বরং দলের তরুণ খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছে।’

তিনি বলেন, ‘দলের তরুণ খেলোয়াড়দের বর্তমান ফর্মে বোর্ড খুবই সন্তুষ্ট।’ সব কিছুই আফ্রিদির নেতৃত্বে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘টি-২০ সিরিজে ইমাদ ওয়াসিমের পারফরমেন্স ছিল অসাধারণ।টি-২০তে আফ্রিদি ভালো করেনি সত্যি। তবে একজন খেলোয়াড়ের জীবনে উত্থান-পতন দুটিই থাকে। আমি নিশ্চিত টি-২০ বিশ্ব কাপে তিনি ভালো করবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ