কোপা আমেরিকা ফাইনালে আয়োজক চিলি। প্রতিযোগিতার সেমিফাইনালে ইডুয়ার্ডো ভার্গানের জোড়া গোলে তারা ২-১ গোলে হারিয়েছে ১০ জনের দল পেরুকে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক চিলি।
সান্টিয়াগো ডি চিলি স্টেডিয়ামে সোমবার রাতে অসাধারণ খেলেছে চিলি ও পেরু। খেলার পরতে পরতে ছিল উত্তেজনার পারদ। প্রথমার্ধের ২০ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল পেরু। দ্বিতীয় হলুদ কার্ড মাঠ ছেড়েছেন দলটির খেলোয়াড় জামব্রানো। ভিডালকে ফাউল করায় ৭ মিনিটে প্রথম হলুদ কার্ড এবং ২০ মিনিটের মাথায় অ্যারনগুয়েজের পিঠে পা দিয়ে লাথি দেওয়ায় তাকে লালকার্ড দেখান রেফারি।
১০ জনের দল নিয়েও দারুণ খেলেছে পেরু। গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট। দলকে প্রথমার্ধে এগিয়ে দিয়েছেন ভার্গাস। বিশ্রামের পর সমতায় ফিরেছিল পেরু। এ জন্য কষ্ট করতে হয়নি তাদের। ৬০ মিনিটে মেডেলের আত্মঘাতী গোলের কল্যাণে সমতায় ফিরেছিল তারা। কিন্তু সমতা ধরে রাখতে পারেনি অতিথিরা। ৬৪ মিনিটে দারুণ এক শটে দলের জয় নিশ্চিত করেছেন ভার্গাস। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে কোনো হেরফের হয়নি।
এর মাধ্যমে ১৯৮৭ সালের পর আবারও প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেয়েছে চিলি। ফাইনালে তারা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল আর্জেন্টিনা বা প্যারাগুয়ের বিপক্ষে।