[english_date]

পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপির ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিএনপির অবরোধ চলাকালে গত ২৫ জানুয়ারি মিরপুরে পেট্রোল বোমা হামলায় বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় বিএনপির এই নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত ১৯ মার্চ এই মামলায় অভিযুক্ত আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেইসঙ্গে আগামী ১৩ আগস্ট গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, পল্টন ও মতিঝিল থানার তিন নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ