ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের এক বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে মা ও তাঁর শিশু মেয়েকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন দুজন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন তাসলিমা (৪০) ও দেড় বছর বয়সী মেয়ে তাসমিয়া। দগ্ধ দুজন হলেন তাসলিমার স্বামী নজরুল ইসলাম (৫০) ও মেয়ে ঊর্মি (২০)। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ঊর্মি। নজরুলের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঊর্মির বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, তিন বছর আগে ঊর্মির বিয়ে হয় যশোরের খাজুরা গ্রামের বাবুল শেখের ছেলে কামাল হোসেনের সঙ্গে। তাঁদের কোনো সন্তান নেই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। মাসখানেক ঊর্মি বাবার বাড়ি চলে আসেন। ঘটনার দিন স্ত্রীকে নিতে আসেন কামাল। কিন্তু যেতে রাজি না হওয়ায় রাতের বেলা কামাল ও সঙ্গীরা গ্রামে এসে জানালা দিয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর কামাল পালিয়ে যান। প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আজ সকালে আশঙ্কাজনক অবস্থায় তাসলিমা ও তাসমিয়াকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তাঁদের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ কামাল ও সঙ্গীদের আটক করতে অভিযান চালাচ্ছে।
কালীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে