[english_date]

পেঁয়াজ কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

সিরাজগঞ্জের নাইমুড়িতে পেঁয়াজ কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নাইমুড়ী দিঘির চালা গ্রামের সোনা তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (৪৫), নাইমুড়ী রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৭), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হামিদ (৩৫) ও কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় একটি পেঁয়াজের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকের পেঁয়াজগুলো রাস্তার আশপাশে ছড়িয়ে পড়ে। রিয়াজ ও জাহিদুলসহ আরও কয়েকজন এই ছড়ানো পেঁয়াজ কুড়াচ্ছিলেন। এ সময় অপর একটি পিকআপভ্যান রাস্তার উপরে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিয়াজের মৃত্যু হয় এবং ৩জন গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর বাকি তিন জনের মৃত্যু হয়।

ঘাতক পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে থানা পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ