১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেঁয়াজের খেতে পড়েছিল নছিমন চালকের মরদেহ

পাবনার সাঁথিয়ায় বাবু হোসেন (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি খালের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাঁথিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাবু সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে মোবাইল ফোনে কেউ একজন বাবুকে ডেকে নেয়। তারপর থেকে রাতে তিনি বাড়ি ফেরেননি। তাকে শ্বাসরোধে হত্যার করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘কি কারণে, কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ