সমুদ্রের উষ্ণ স্রোতজনিত ‘এল নিনো’র প্রভাবে আগামী দিনগুলোতে পৃথিবীর জলবায়ু মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এল নিনোর বিরূপ প্রভাব ১৯৯৮ সালের তুলনায় আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে বিরূপ আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঋতু-বদলে অনিয়মের জন্য এল নিনোকে দায়ী করছেন বিজ্ঞানীরা। এর প্রভাবেই ২০১৫ সালটি সবচেয়ে উষ্ণ হয়েছে বলে মনে করছেন তারা।
এছাড়া, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঝড় এবং যুক্তরাজ্যের উত্তরাঞ্চল ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে এল নিনোর প্রভাবেই বন্যা হয়েছে বলে জানান তারা। আগামী কয়েক বছরে এর প্রভাবে আফ্রিকায় ব্যাপক খরা ও খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রের উপরিভাগে জলের গড়পড়তা তাপমাত্রায় অন্তত ৩ মাস ধরে, শূন্য দশমিক পাঁচ ডিগ্রি হ্রাস-বৃদ্ধি হলে একে ‘এল নিনো’ বলে বিবেচনা করা হয়। প্রতি পাঁচ-সাত বছর পরপর এমনটি হয় বলে মনে করেন বিজ্ঞানীরা।
























