ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে থেকে সরে দেশটির পূর্ব দিকে হামলা জোরদারে মনোনিবেশ ঘটিয়েছে রুশ বাহিনী। ইতোমধ্যে ওই অঞ্চলে বাহিনী জড়ো করছে রাশিয়া। ভারী করছে অস্ত্র সরঞ্জাম। এরই মধ্যে সোমবার (১১ এপ্রিল) ইউক্রেন বলছে, শিগগির বিশাল আক্রমণ শুরু করবে মস্কো।
এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান ইউনিয়নের নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন।
মস্কোর বাইরে একটি বাসভবনে রুশ নেতার সঙ্গে অনুষ্ঠিত আলোচনার একটি ভয়াবহ বিবরণ দিয়েছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামা।
কার্ল নেহামা বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে কথোপকথন হয়েছে তা থেকে আপনাদের রিপোর্ট করতে পারি এমন কোনো আশাবাদী খবর নেই। পূর্ব ইউক্রেনে আক্রমণ স্পষ্টতই ব্যাপক আকারে প্রস্তুত করা হচ্ছে।’
উত্তর ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পর রাশিয়া এখন বলছে, তাদের মূল লক্ষ্য পূর্ব ইউক্রেন। ডনবাস নামে ওই অঞ্চলের দখল নিতে চাচ্ছে রুশ বাহিনী।
এদিকে কিয়েভ জানিয়েছে তারা নতুন যুদ্ধের জন্য প্রস্তুত।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোতুজিয়ানিক বলেন, ‘আমরা পূর্বাভাস দিচ্ছি অল্প সময়ের মধ্যে এই এলাকায় যুদ্ধ শুরু হবে।’