১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অগ্নিকান্ডে পুড়ে গেছে খাগড়াছড়ির সওজের দুই স্টাফ কোয়ার্টার

অগ্নিকান্ডে পুড়ে গেছে খাগড়াছড়ি সওজের দুই স্টাফ কোয়ার্টার, অল্পের জন্য রক্ষা পেল শহরের মাষ্টারপাড়া

ইউছুপ পাটওয়ারী (পার্বত্য জেলা প্রতিনিধি) :

খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা সদরের সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টাফ কোয়ার্টারে  আগুন লেগে পুড়ে গেছে দু’টি কোয়ার্টার। ফায়ার সার্ভিস্ ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে শহরের মাষ্টারপাড়া।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দিন ভুইয়া আর্থনিউজ২৪কে জানান সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সওজের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ ফরিদের কোয়ার্টারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুর্হতে আগুন পার্শবর্তী ধর্ম ত্রিপুরার বাসায় ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা আরো বৃদ্ধি পায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ১০ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। তবে আগুন নিভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আর্থনিউজ২৪ ডেস্ক/সাঃ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ