৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ ব্যারিকেডে কফিন মিছিল

বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহবাগ থেকে এই কফিন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এসময় হাইকোর্ট হয়ে জাতীয় প্রেস ক্লাব পার হওয়ার পর সচিবালয়ের পশ্চিম ফটকে এসে কফিন মিছিল পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে।

শাহবাগ থানার পরিদর্শক মো.শহীদ গণমাধ্যমকে বলেন, ‘সচিবালয় একটি সংরক্ষিত এলাকা। এখানে মিছিল মিটিং করতে দেয়ার নিয়ম না থাকায় তাদের বাধা দেয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদ রশিদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে হত্যার চেষ্টায় কুপিয়ে আহত করা হয়।

এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সচিবালয় অভিমুখে কফিন মিছিল বের করে মঞ্চের নেতাকর্মীরা। এছাড়া শুক্রবার বিকালে শাহবাগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলেরও কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ