১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ চেকপোস্টে ছিনতাইকারীর হামলায় পুলিশের এএসআই নিহত

আর্থনিউজ২৪: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পুলিশ চেকপোস্টে ছিনতাইকারীর হামলায় পুলিশের এএসআই ইব্রাহিম হোসেন মোল্লা (৪০) নিহত হয়েছেন। পুলিশ হামলার সময় মাসুদুর রহমান নামে এক দুর্বৃত্তকে আটক করেছে।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গাবতলী বাস টার্মিনালের কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯ টার দিকে আমিনবাজার থেকে ঢাকায় প্রবেশ করা একটি মোটরসাইকেল তল্লাশি করার জন্য চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা নির্দেশ দেয়। ওই মোটরসাইকেলে তিন জন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি চেকপোস্টে থামার পর একজন আরোহী হঠাৎ করেই তল্লাশি করা পুলিশের এএসআই ইব্রাহিমের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। উপর্যুপরি ছুরিকাঘাত করার পর পুলিশের অন্য সদস্যরা এক দুর্বৃত্তকে ঝাপটে ধরে। অপর দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পুলিশ ধারণা করছে, হামলাকারীরা রাতে ঢাকায় ছিনতাইয়ের পরিকল্পনায় এসেছিল। এ ধরণের একটি ছিনতাইকারী চক্র রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ