বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশ ও দু’গ্রুপের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আহত হন ৬ জন।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুরে উপজেলার চর চিংগুড়িয়া এলাকায় বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নার এক সমর্থককে মারধর করে কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রুপের লোকজন। এ ঘটনার পর গতকাল দুপুর আড়াইটার দিকে, দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা পুলিশের উপরও হামলা চালায়।
তবে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আহতদের হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় লিটন শেখ নামে একজন মারা যান।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৪৬