শিশুকে গুলি করে আহত করার মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গাইবান্ধা বিচারিক হাকিম আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে আনা হয়।
এদিকে এমপি লিটনের মুক্তির দাবিতে সকাল থেকেই তার কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে আসছে। বেলা সাড়ে ১১টার দিকে তার আত্মীয় স্বজন ও কর্মী সমর্থকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয়। এসময় পুলিশ বাধা দিলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন ২৫ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের বাইরে পুলিশের সঙ্গে লিটনের কর্মী সমর্থকদের সংঘর্ষ চলছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৯