২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের জালে ব্লগার খুনের মূল চক্রী

চলতি বছরে বাংলাদেশের এখনও পর্যন্ত চারজন মুক্তমনা ব্লগার খুন হয়েছেন৷ নিহতদের মধ্যে অভিজিৎ রায় এবং অনন্ত বিজয় দাশকে খুনের চক্রীদের শেষমেষ জালে পুরল বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সংক্ষেপে র‍্যাব৷ দুই হত্যার ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷যাদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক বলে সংবাদসংস্থা সূত্রে খবর। তার নাম সাদেক আলি।

ঢাকার নীলক্ষেত ও ধানমান্ডি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা প্রত্যেকেই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সদস্য৷ ধৃতরা হল তৌহিদুল ইসলাম, সাদেক আলি ও আমিনুল মল্লিক৷ এদের মধ্যে তৌহিদুল সংগঠনের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল৷ জানা গিয়েছে মুক্তমন ব্লগার অভিজিৎ রায় এবং অনন্ত বিজয় দাসকে খুনের পরিকল্পনা করেছিলেন এই তিনজনই৷

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেই খুন হন ব্লগার অভিজিৎ রায়৷ হামলায় আহত হন তাঁর স্ত্রীও৷  এরপর ১২ মে সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস৷ তবে সম্প্রতি ওয়াসিকুর রহমান ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নামে আরও যে আরও দুজন ব্লগার  খুন হয়েছেন৷  সেই দুই হত্যাকাণ্ডে এখনও আততায়ীদের খোঁজ চলছে বলে জানিয়েছে র‍্যাব৷ পাশাপাশি এদিন ধৃত তিনজনের সঙ্গে দুই হত্যাকাণ্ডের কোনও যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ