[english_date]

পুলিশের অভিযানের মুখে ছাড়া পেলেন অপহৃত যুবক

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে অপহৃত যুবককে পুলিশের অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

ওই যুবকের নাম শহিদুল আলম জুয়েল (৩২)।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর গভীর রাতে নগরের কোতোয়ালী থানা এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, পরিবারের অভিযোগ পেয়ে কর্ণফুলী থানা পুলিশ অভিযান শুরু করে। রাত ১টার দিকে জুয়েলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার অবস্থান নগরের খুলশী এলাকায়। রাত আড়াইটার দিকে আবারও ফোন ট্র্যাক করে দেখা যায়, তিনি কোতোয়ালী এলাকায় রয়েছেন। এসময় নগরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়।

এরই মধ্যে অপহরণকারীরা জুয়েলের বাবা মো. শাহ আলমকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৫ লাখ টাকা নিতে রাজি হয় এবং টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেয়।

জুয়েল জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাজার থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে শহরের বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে ছেড়ে দেয়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ওই যুবককে অপহরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের তৎপরতায় অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ