১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের অপেশাদার আচরণে শাস্তি পেতে হবে

পুলিশের অপেশাদার আচরণে শাস্তি পেতে হবে বলেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে

সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘বিস্ফোরিত জনগণকে নিয়ন্ত্রণে আনার জন্য সামান্য পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দু-একটি ঘটনা ঘটে থাকে। তদন্ত সাপেক্ষে সেগুলোর বিচার হয়ে থাকে। সম্প্রতি যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মিডিয়ায় মাত্র দু-একটি ঘটনা এসে থাকে। অনেকের শাস্তি হয়ে গেছে কিন্তু ওই সব ঘটনা মিডিয়ায় আসেনি- এমন উদাহরণ অনেক আছে। পুলিশ অপেশাদার আচরণ করলে তাকে শাস্তি পেতে হবে- এটি নিশ্চিত।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ