৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশি নিরাপত্তা চাইলেন বিগ-বি

প্রতিদিন বহু মানুষ আসেন তার বাড়িতে। উদ্দেশ্য একটাই। শুধু একবার তাকে চোখের দেখা দেখতে। এই ফ্যানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিগ-বি নিজের জন্য নয়, এবার অনুরাগীদের জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা চাইলেন।

প্রতি রবিবার নিয়ম মেনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। ফ্যানদের মধ্যে থাকে মহিলা ও বাচ্চারাও। কিন্তু বহুবারই এমন হয়েছে শাহেনশা দেখা করতে এলে তৈরি হয়েছে অবাঞ্ছিত পরিস্থিতি। যার ফলে মহিলা ও শিশুরা অনেক সময় ভিড়ের চাপে আহত হয়েছেন। সকলের সুরক্ষার খাতিরে তাই পুলিশি নিরাপত্তা চাইছেন অমিতাভ।

এই সম্পর্কে অমিতাভ ব্লগে লেখেন, ” প্রতি রবিবারের মত আর একটা রবিবার চলে গেল। আমি আমার ফ্যানদের সঙ্গে দেখা করলাম। কিছু মানুষ ভিতরে ঢুকে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। তাই আমার বাড়ির পুলিসি নিরাপত্তা বাড়ানো হল। সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। অনেক সময়ই পিছনের ভিড়ের চাপে সামনের সারিতে থাকা লোকজন পড়ে যান। মহিলা ও শিশুরা অনেক সময় ভিড়ের চাপে আহত হয়েছেন। তাই আপনাদের সুরক্ষার জন্য এই পুলিশি ব্যবস্থা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ