৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরোহিত হত্যাঃ ইইউ রাষ্ট্রদূতের নিন্দা, সর্বোচ্চ পদক্ষেপ প্রত্যাশা ভারতীয় মন্ত্রীর

mothপঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে (৫০) হত্যা ও আরো দুজনকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রদূত মায়াদোন মনে করেন, যেকোনো ধর্মের ওপর হামলা আসলে সব ধর্মের ওপরই হামলা। তিনি পূর্ণ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এম ভেঙ্কাইয়াহ নাইডু। তিনি আশা করেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ সরকার সম্ভাব্য সর্বোচ্চ উদ্যোগ নেবে। অন্যদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। গত রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা এলাকায় শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে  হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলি ও মারধরে আরো দুজন আহত হন। এ ঘটনায় গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের পল্লী উন্নয়ন, গৃহায়ণ ও পল্লী দারিদ্র্য বিমোচন এবং সংসদবিষয়ক মন্ত্রী ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রভাবশালী নেতা এম ভেঙ্কাইয়াহ নাইডু। তিনি লিখেছেন, ‘নিষিদ্ধ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুজন সন্ত্রাসীর হাতে বাংলাদেশে একজন হিন্দু পুরোহিত খুন হওয়ায় আমি উদ্বিগ্ন।’ তিনি আরো লেখেন, ‘আমি আশা করি -এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সম্ভাব্য সর্বোচ্চ জোরালো উদ্যোগ নেবে।’

অন্যদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল সন্ধ্যায় টুইটারে দুটি আলাদা বার্তায় বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা সর্বজনীন অধিকার। যুক্তরাজ্য সব ধরনের উগ্রবাদের বিরুদ্ধে ও বাংলাদেশের জনগণের পাশে আছে।’ ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, ‘জে রায় (যজ্ঞেশ্বর রায়) ও জি সি রায়ের (গোপাল চন্দ্র রায়) ওপর হিংস্র আক্রমণে আমি আতঙ্কিত। বিশ্বাস বা আস্থার কারণে মানুষের ওপর হামলার কোনো যুক্তি নেই।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ