এতদিন নারী নির্যাতন নিয়ে সোচ্চার হয়েছেন সবাই। করেছেন অনেক গান। তবে এবার একটু ব্যতিক্রম বিষয় নিয়ে গান করলেন কণ্ঠশিল্পী কাজী শুভ। ‘পুরুষ নির্যাতন’ নিয়ে গান করলেন তিনি। পাগল হাসানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি। গানটি সিডি চয়েসের ব্যানারে ‘পুরুষ নির্যাতন’ শিরোনামের একটি অ্যালবামে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘বিষয় ভিত্তিক গান করতে সবসময়ই ভালো লাগে। এই গানটি করতে পেরেও ভালো লাগছে। নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু নির্যাতিত হয় কিন্তু তাদের এই নির্যাতনের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয় না। এসব বিষয় মাথায় রেখেই গানটি করা। ইতিমধ্যে গানটির জন্য অনেক ভালো সাড়া পাচ্ছি।’ এছাড়া কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে কাজী শুভর আরও চারটি গান। এরমধ্যে ‘সাতজনম’ শিরোনামের গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পুজা, ‘ভালো থাকার অভিনয়’, ‘বুকের পাখি’ এবং ‘প্রেম নিজের মত চলুক’ শিরোনামের গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। এছাড়া কোরবানি ইদে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘মন পাঁজরে-২’ গানের মিউজিক ভিডিও।