৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরুষ ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ডের বিধান জারী

পুরুষ ধর্ষণও অপরাধ। সম্প্রতি চীনে এই সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে। নতুন এ আইন অনুযায়ী পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ। আর এমন অপরাধের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড।

 

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন আইনে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগে সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। আগের আইনে ‘নারী ও পুরুষ’-এর জায়গায় ছিল ‘নারী ও অন্যান্য’। চলতি বছর আগস্টে চীনে নতুন আইন পাস হলেও ওই আইনের প্রয়োগের সুযোগ ছিল না। তাই পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অপরাধে কোনো মামলা করা যেত না। তবে এখন থেকে চীনে এমন ঘটনায় মামলা করা যাবে।

 

এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চীনের আইন কঠোর হয়েছে। দেশটির পূর্বের আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছর কারাদণ্ড। কিন্তু নতুন আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ