৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুনরায় মাঠে ফিরছে শচীন টেন্ডুলকার

রাগবি আর বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে, ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এক ভিন্নধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বের এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে তিনটি জমজমাট টি-টোয়েন্টি ম্যাচের আয়োজনের প্রস্তুতি চলছে । এসব ম্যাচে মার্কিনীদের সামনে ব্যাট-বলের নৈপুণ্য দেখাতে মাঠে নামবেন শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

৭ নভেম্বর নিউইয়র্কের সিটি ফিল্ড স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে, বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের স্পিনকে মোকাবেলা করতে মাঠে নামবেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। সারা বিশ্বের প্রায় ২৪জন তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এ আয়োজনে আরো থাকবেন, পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধন, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, দক্ষিণ আফ্রিকার জ্যাককুইস ক্যালিসের মতো তারকা ক্রিকেটাররা।

২য় ম্যাচটি হবে ১১ নভেম্বর টেক্সাসের মিনাট মেইড পার্ক এবং শেষ ম্যাচটি হবে ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলসের ডডজার স্টেডিয়ামে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের তিনটি বেসবল স্টেডিয়ামকে ক্রিকেট খেলার উপযোগী করে তোলা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ