[english_date]

পীরগঞ্জে লক্ষাধিক মানুষের দূর্ভোগের কারণ ২০ কিলোমিটার রাস্তা

 

এ এইচ লিটন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষের দূর্ভোগ বিশ কিলোমিটার রাস্তা। এ রাস্তায় লক্কর ঝক্কর আর ভয়াবহ অবস্থায় চলাচল করছে যানবাহনগুলো। দীর্ঘদিন ধরে এসব বেহাল দশার রাস্তার উন্নয়নের ছোয়া লাগেনি। ফলে মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ভাতার মারি ফার্ম হতে পীরগঞ্জ ও রানীশংকৈল সড়কটি মান্দাতা আমলে পাকা করন হয়। পাকা করন সড়কটি ভেঙ্গে চূরে গর্তের সৃষ্টি হলে ভয়াবহ অবস্থায় পরিণত হয়। রাস্তাগুলো কার্পেটিং ও প্রশস্থ করনের জন্য একাধিকবার স্থানীয় প্রকৌশল দপ্তর পর্যবেক্ষণ করে তা পাকা করণের জন্য ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ফাইল চালাচালি করেও অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে প্রতিনিয়তই প্রাণহানী সহ দূর্ঘটনার ঘটনা ঘটছে। দূর্ঘটনার খবর স্থানীয় ফায়ার সার্ভিস ডিফেন্স অবগত হয়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও যানবাহনগুলো উদ্ধারের সহায়তা করছে। তবুও প্রশাসন সহ স্থানীয় ভিআইপি নেতাদের সুদৃষ্টি হচ্ছে না এসব সড়কের দিকে। তাছাড়া সামান্য বৃষ্টিতেই পুরো সড়কের রাস্তা কাদায় একাকার হয়ে যায়, কাদা আর খানা খন্দের রাস্তা দিয়ে এ এলাকা থেকে দূর পাল্লার যানবাহন চলছে আতঙ্ক অবস্থায়। এ বিয়য়ে ঠাকুরগাওঁ-৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী জানায় স্থানীয় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ সাবকে এমপি ও পীরগঞ্জ রানীশংকৈল উপজেলার অভিভাবক ইমদাদুল হক জানায় ইত্য সময়ে পীরগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ পীরগঞ্জের মূল সড়কের জনদূর্ভোগের বেহাল দশার রাস্তা প্রশস্থ ও পূর্ণ সংস্কার করনের কাজে কর্মসূচী হাতে নিয়েছেন। ঠাকুরগাঁও ও পঞ্চগড় সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা জানায় অচিরেই ঠাকুরগাঁওয়ের মূল সড়কের ভাঙ্গাচূড়ার পূর্ণসংস্কার করনে স্থানীয় প্রকৌশলী ব্যবস্থা নিবেন। উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানায় আগামী বছরের নাগাদ এসব রাস্তার কাজ পুরোপুরি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানায় এলাকাবাসীর জনদূর্ভোগের কথা ও জনগুরুত্ব পূর্ণ সড়কটি জরুরী ভিত্তিতে কাজ করার লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অবগত করা হয়েছে। সাপ্তাহিক প্রান্ত কথা পত্রিকার প্রকাশক ও সমাজসেবক রেজওয়ানুল হক বিপ্লব এ প্রতিবেদককে জানায় গুরুত্বপূর্ণ পীরগঞ্জের ভাঙ্গাচূরার মূল সড়ক সহ পীরগঞ্জ-বোচাগঞ্জ ও পীরগঞ্জ-বীরগঞ্জ সড়ক প্রশস্থ করন সহ পূর্ণ সংস্কার করনের কাজ হলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ