২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট, অতঃপর…

মিশরে পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করার দায়ে গ্রেফতার করা হলো এক মডেল ও ফটোগ্রাফারকে। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এই মডেল। মডেলের নাম আল সিমি ও ফটোগ্রাফার হৌসা মোহাম্মদ।
উভয়েই তৎকালীন ফারাওদের মতো পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে ফটোশুট করেন বলে অভিযোগ। আর সেই ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
জানা গেছে, রাজধানী কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসে অবস্থিত বিভিন্ন পিরামিডের সামনে বিনা অনুমতীতে ফটোশুট করেন মডেল আল সিমি ও ফটোগ্রাফার হৌসা মোহাম্মদ।
একে তো ঐতিহ্যবাহী এ স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলার অনুমতী নেয়নি, উপরন্তু অশ্লীল ভঙ্গিতে ফটোশুট! সোশাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ার পরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন।
এরকম ঐতিহ্যশালী স্থাপত্যের সামনে কীভাবে এমন ফটো তুলতে পারল? এমন প্রশ্নই তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা। আবার একাংশ আল সিমি ও হৌসার গ্রেফতারি নিয়ে প্রতিবাদও জানিয়েছে।
যদিও পরে জামিনে ছেড়ে দেওয়া হয় ওই মডেল ও ফটোগ্রাফারকে। এ বিষয়ে মডেল আল সিমি জানিয়েছেন, পিরামিডের সামনে ছবি তোলা নিষেধ ছিল- এটি তিনি জানতেন না।
তিনি আরও জানিয়েছেন, তারা পিরামিডের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিলেন। আপত্তিকর ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ