শেষ কবে কোনও সিনেমার নায়িকাকে ছোট্ট টিপে এরকম সাধারণ হয়েও অসাধারণ হয়ে উঠতে দেখা গেছে জানা নেই। চোখে কাজল, খোলা চুল, আধা ভাঙা বাংলায় ‘ভাস্কর ব্যানার্জি’ মেয়ে পিকু জিতে নিয়েছে সিনেপ্রমীদের মন। দর্শকের হাত ধরে নিয়ে এসে ‘পিকু’ দাঁড় করিয়ে দিয়েছে মধ্যবিত্তের আলোছায়া উঠোনের সামনে। প্রবাসী বাঙালিকে করে তুলেছে নস্টালজিক। আর এই সব স্মৃতিই নিজের গহনার বক্সে রাখতে চান ‘পিকু’। এই সিমেনায় একটি ভারী কানের দুল পড়েছিলেন দীপিকা। এই ছবির স্মারক হিসাবে সেই দুল নিজের কাছে রাখতে চান দীপিকা।
কলকাতা ছেড়ে থাকা মানুষের মনে যেমন দোলা দিয়ে যায় ‘পিকু’। ঠিক তেমই কলকাতার অলিগলি, বিগ-র সাঙ্গে কাটানো আদরের মুহূর্ত, ইরফানের সঙ্গে হাসি মজার দিনগুলি হাতের মুঠোয় বন্দি করে রাখতে চান দীপিকা। তাই সুজিতের কাছ থেকে চেয়ে নিয়েছেন একটি অলংকার কানের দুল। যে দুল এই ছবিতে পড়তে দেখা গিয়েছিল নায়িকাকে। দীপিকার কথায়, ” ‘পিশু’ আমার কাছে সত্যই স্পেশাল ছবি। তাই এই ছবির মেমন্টো হিসাবে কানের দুলটি আমি রাখতে চাই”।