[english_date]

পিকআপভ্যানে আগুন

গাবতলীর মাজার রোড এলাকায় একটি পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকাল ৮টার দিকে ভ্যানটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এদিকে পিকআপভ্যানে আগুনের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাজার রোড এলাকায় সকাল ৮টার দিকে ব্যান্ডবক্স কোম্পানির একটি পিকআপভ্যানে আগুন লাগে। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপভ্যানটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আগুনের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় অফিসগামী মানুষেরা বিপাকে পড়েন। আগুন নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ