পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে, চলবে ১৯ মার্চ পর্যন্ত। মার্চে আবার ইংল্যান্ড বাংলাদেশে সিরিজ খেলতে আসবে। তাই জাতীয় দলকে অগ্রাধিকার দিয়ে পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
পিএসএলের এবারের মৌসুমে খেলার জন্য ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মঈন। দ্য মিরর বলছে, জাতীয় দলে ডিউটি থাকায় চুক্তি বাতিল করছেন তিনি। জাতীয় দলকে গুরুত্ব দেয়ার অন্যতম কারণ আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। তাই পিএসএল বাদ দিয়ে বাংলাদেশের ওয়ানডে সিরিজকেই বেছে নিচ্ছেন তিনি।
জাতীয় দলের সঙ্গে মঈন মোটামুটি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ায় খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর টি-টেনেও অংশ নিয়েছিলেন তিনি। আর এখন আইএলটি-টোয়েন্টি লিগে ব্যস্ত তিনি। পিএসএলে যোগ দিলে বিশ্রামের জন্য সময় পাবেন না। তাই বাংলাদেশ সিরিজ বেছে নিয়ে কিছুটা সময়ও বের করতে চান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড। ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। তিনটি ম্যাচ শেষ হবে ৬ মার্চ, এরপর টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ প্রথম ম্যাচ, ১২ মার্চ দ্বিতীয় ও ১৪ মার্চ তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।